যে ৫টি উপায়ে আপনি গুগল থেকে যা চাইছেন Exactly তাই খুঁজে নিয়ে আসতে পারবেন

১. ধরুন আপনি Django for Professionals বইটার পিডিএফ খুঁজছেন । এমনি সার্চ দিলে আপনাকে বার বার বিভিন্ন পেইড সাইটে পাঠিয়ে দিচ্ছে । এক্ষেত্রে শুধুমাত্র যেসব সাইটে বইটার ফ্রি পিডিএফ আছে তা খুঁজে পেতে এভাবে সার্চ করুনঃ django for professionals filetype:pdf

 

একই উপায়ে আপনার প্রয়োজনীয় রিসোর্সের বিভিন্ন টাইপের ফাইল খুঁজে বের করতে পারেন । সেক্ষেত্রে রিসোর্সের নাম “filetype”:[doc/pdf/ppt/xls] লিখতে হবে ।

 

২. আপনি যদি চান যে আপনার Search Keyword এর মধ্যে কিছু শব্দ মাস্ট থাকতে হবে তাহলে Search Keyword গুলার সাথে একটা “+” ব্যবহার করে সেই শব্দটি লিখুন । যেমনঃ How to earn money + through web designing. এভাবে সার্চ দিলে আপনাকে গুগল শুধুমাত্র ওয়েব ডিজাইনিং করে কিভাবে অর্থ উপার্জন করা যায় সেই রিলেটেড কন্টেন্ট গুলাই দেখাবে ।

 

৩. আবার অনেক সময় আমরা চাইনা যে গুগল আমাদের সার্চ রেজাল্টে অপ্রাসঙ্গগিক কিছু দেখাক । সেক্ষেত্রে ২ নম্বর পয়েন্টের ঠিক উল্টা কাজটা করতে পারি । হ্যাঁ, সার্চ কিওয়ার্ডের পরে একটা “-” ব্যবহার করে যা দেখতে চাইনা তা লিখতে পারি । যেমনঃ Origin of Apple লিখে সার্চ দিলে আপনাকে আপেল ফলের রেজাল্ট দেখাবে । কিন্তু আপনি চাইছেন Apple Company নিয়ে কিছু দেখতে । সেক্ষেত্রে origin of apple -fruit এভাবে লিখে সার্চ করলে Apple Inc এর ইতিহাস দেখাবে ।

 

৪. হুবহু যা কপি করে গুগলে দিচ্ছেন তা গুগলে সার্চ করে পেতে চাইলে ডাবল কোটেশন সাইন (“ ”) ব্যবহার করতে হবে । যেমনঃ "digital marketing manager position description" । এভাবে সার্চ দিলে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার পজিশনের যত জব ডেস্ক্রিপশন আছে শুধু সেগুলাই আপনাকে গুগল দেখাবে । হুবহু যেটা আপনি সার্চ করেছিলেন ।

 

৫. আপনি যদি নির্দিষ্ট কোনো সাইট থেকে কোনো টপিকের উপর সার্চ করতে চান তাহলে এভাবে সার্চ করতে হবেঃ site: prothomalo.com sports অথবা sites: prothomalo.com career

 

বোনাসঃ

 

৬. ধরুন আপনার একটা সাইট খুব পছন্দ হলো । আপনি দেখতে চাইছেন একইরকম সাইট আর আছে কিনা । তাহলে সার্চ করুন এভাবেঃ related: alibaba.com । আপনাকে গুগল আলিবাবার মতো B2B আর কি কি অলটারনেটিভ সাইট আছে তা দেখাবে ।